ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করুন খুব সহজেই।

ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায় জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

বর্তমানে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া। প্রায় প্রত্যেক মানুষই ফেসবুকের সাথে জড়িত। আপনি আপনার প্রত্যাহিক জীবনে দেখা যায় বেশিরভাগ সময়ই এখানে ব্যয় করেন। কিন্তু আপনি নিশ্চয়ই অনেক বিরক্ত হন যখন ফেসবুকে বিরক্তিকর বিভিন্ন অ্যাড আসতেই থাকে। সেই সব  অ্যাড এ আপনার কোন উপকার হয় না বরং সেগুলো আপনার কাজে ব্যাঘাত ঘটায়। তবে আপনি চাইলে ফেসবুকের এড আসা বন্ধ করতে পারেন আপনার ফেসবুক একাউন্টে। আপনি যদি সেগুলো বন্ধ করতে চান কিন্তু কোন উপায় খুঁজে না পেয়ে বিরক্ত হন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। নিচে বিস্তারিত আলোচনা করা হলো কিভাবে আপনি ফেসবুকের বিরক্তিকর  অ্যাড বন্ধ করতে পারবেনঃ

ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ,ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ, ফেসবুকে এড বন্ধ করার উপায়, মোবাইলে এড আসা কিভাবে বন্ধ করব
ফেজবুকের-এড-বন্ধ-করার-উপায়

আরও পড়ুনঃ ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা ও অসুবিধা

ফেসবুক এড বন্ধ করার আগে যদি আপনি জেনে নেন ফেজবুক কেন এড দেখায়, ফেসবুক এড কত ধরনের এবং ফেসবুক আপনাকে কিভাবে এবং কি ধরনের এড দেখায়, তাহলে আপনি বিষয়টি আরও ভালভাবে বুঝতে পারবেন।

কেন ফেসবুক এড দেখায়

বর্তমানে বিশ্বে ফেজবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৮৫ বিলিয়ন। এখন আপনি বুঝতেই পারছেন  কোন ব্রান্ড সচেতনতা বৃদ্ধিতে বা ব্রান্ড প্রোমট এর ক্ষেত্রে ফেজবুক কতটা সম্ভবনা প্রদান করে। আর এই আশ্চর্যজনক সম্ভবনার জন্য সকল কোম্পানি তাদের প্রডাক্ট বা সার্ভিস ফেজবুকে বিজ্ঞাপন এর মাধ্যমে প্রমোট করে থাকেন। আর একটা ব্যাপার আপনি নিজেই চিন্তা করুন, আমরা ফেজবুকে মত এত বড় সোশ্যাল মিডিয়া/নেটওয়ার্কিং কোম্পানির সুবিধা ফ্রি ভোগ করছি, এখন এই কোম্পানীর(ফেসবুকের) আয়ের উৎস কি? হ্যাঁ, আপনার আমার কাছে আসা এই এড গুলোই। আপনি জানেন কি গত বছর ২০২০ সালে ফেসবুক এড এর রেভিনিউ কত ছিল? প্রায় ৮৪.২ বিলিয়ন মার্কিন ডলার। সুতরাং এখন বুঝতেই পারছেন, কেন আমাদেরকে ফেজবুক এড দেখিয়ে বিরক্ত করে। তবে হতাশ হবেন না, ফেসবুকর বিরক্তিকর এড থেকে মুক্তির উপায় আছে।

ফেসবুক যেভাবে আপনার কাছে এড দেখায়

আপনি একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন যে, আপনি যদি গুগলে কোন প্রডাক্ট সার্চ করেন বা কোন কোম্পানীর ওয়েবসাইট ভিজিট করনে, এবং পরবর্তীতে যখনি আপনি ফেজবুকে প্রবেশ করেন তখন ফেজবুক আপনি এতক্ষণ যে বিষয় বা প্রডাক্ট খুজেছেন, ফেজবুক আপনার কাছে সেই রিলেটেড অসংখ্য এড নিয়ে হাজির।যা আপনার কাছে অনেক সময় বিরক্তির এড হিসেবে বিবেচিত হয়। মূলত আপনি যখন কোন ওয়েব সাইট ব্রাউজ করেন এই ওয়েবসাইট এবং এড নেটওয়ার্ক গুলো আপানর ডিভাইজে কুকি ইন্সস্টল করে দেয় যা আপনার পছন্দ-অপছন্দ এবং আপনার ব্রাউজিং এক্টিভিটিগুলো এড নেটওয়ার্ক কোম্পানি গুলোকে বলে দেয়। এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী ব্রাউজিং এড দেখিয়ে থাকে।

ফেজবুকে এড কত ধরনের

ফেজবুকে মূলত তিন ধরনের এড দেখতে পাওয়া যায়। সেগুলো হলঃ

  • টেক্সট এড
  • ছবি বা ব্যানার এড
  • ভিডিও এড।

এগুলোর মধ্যে আমাদের সকলের কাছে ভিডিও এডটি বেশি বিরক্তিকর মনে হয়। যাইহোক চলুন মূল আলোচনায় ফিরে আসি। ফেসবুকের বিরক্তিকর এড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

ফেসবুকের বিরক্তিকর  অ্যাড বন্ধ করার উপায়ঃ

  • প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন এবং লগইন  করুন।
  • আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে উপরের দিকে ডান পাশে মেনুবারে এ চলে যান।
ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ,ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ, ফেসবুকে এড বন্ধ করার উপায়, মোবাইলে এড আসা কিভাবে বন্ধ করব

 

  • নিচের ছবির মত একটি পেজ আসার পরে স্ক্রল করে নিচে যান।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

 

  • স্ক্রল  করে নিচে আসার পার আপনি ”সেটিংস এবং প্রাইভেসি” একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

 

  • সেটিংস এবং প্রাইভেসিতে আপনি একাউন্ট ”সেটিংস” দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • একাউন্ট সেটিংস ক্লিক  করার পরে আপনি নিচের ছবির মত বিভিন্ন অপশন দেখতে পাবেন ।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • এখন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি  “Permissions” নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • এখন Ad Preferences অপশনে ক্লিক করুন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • এই অপশন থেকে আপনি আপনার ফেসবুকে আসা বিভিন্ন অ্যাড খুঁজে পাবেন। এবং সকল এড গুলো হাইড করে ফেলুন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • এরপরে অ্যাড সেটিং এ ক্লিক করুন। এবং নিচের অপশনগুলো খুঁজে পাবেন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • Data about your activity from partners” প্রথম অপশন এ ক্লিক করুন। এবং অপশনটি চাল থাকলে বন্ধ করে দিন। 
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
  • এরপর “Categories used to reach you” অপশন এ ক্লিক করুন। নিচের দিকে স্কল করে যান। এবং আপনার ইন্টাররেস্ট ক্যাটাগরি এবং অন্যান্য ক্যাটাগরিগুলো রিমুভ করে দিন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

 

  • এর পর “Audience based advertising” অপশনে ক্লিক করুন। এবং সবগুলো এক এক করে বন্ধ করে দিন। এবং Don’t allow এ ক্লিক করে আপনি কনফার্ম করবেন।

ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন

  • এরপর Ad shown off facebook  ক্লিক করে allowed অপশন বন্ধ করে দেন।
ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন বন্ধ,কিভাবে ফেসবুক অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,ফেসবুকের টার্গেট অ্যাড বন্ধ করার উপায়,ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে ,মোবাইলে বিরক্তিকর এড বন্ধ করুন,ফেসবুকে বিরক্তিকর স্বয়ংক্রিয় ভিডিও বিজ্ঞাপন বন্ধ করবেন,ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে,বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবো,যেভাবে বন্ধ করবেন ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন
এই সবকিছু করা হয়ে গেলে আপনার মোবাইলটিকে রিস্টার্ট দেয়ার পর আপনার ফেসবুকে এড দেখানো বন্ধ হয়ে যাবে । তবে একটা বিষয় মনে রাখবেন ফেসবুক আপনি ফ্রিতে ব্যবহার করেন।  আপনি কোন টাকা ছাড়া বিভিন্ন কোম্পানির সুবিধাগুলো ভোগ করেন। যেসব কোম্পানির কারণে আপনি এই সুবিধা পান সাধারণত সেইসব কোম্পানি আপনাকে অ্যাডগুলো দেখিয়ে থাকে। তাই আপনি না চাইলেও এবং এসব অপশন চালু করলেও কিছু কিছু অ্যাড মানে নতুন কোন কোম্পানীর এড আপনার প্রোফাইলে আসতে পারে। সে ক্ষেত্রে আপনাকে পুনরায় একই ভাবে এড গুলোও বন্ধ করতে পারবেন। তবে এগুলোর সংখ্য কম। ফেসবুকে সাধারণত এই সব অ্যাড স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। তাই একেবারে বন্ধ করা না গেলেও যতটুকুই বন্ধ করা যাচ্ছে তাতেই আপনি ফেসবুকের এড বিরক্তি থেকে মুক্তি পাবেন আশাকরি। এই পোস্ট সম্পর্কে আপনার কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
Tags: ফেসবুকের এড বন্ধ করার উপায়, ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়, ফেসবুকে এড দেখানো বন্ধ করার উপায়, ফেসবুকে এড দেখানো কিভাবে বন্ধ করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top