প্রিয় পাঠক, আপনি কি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ খুঁজতেছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ২০২২, কম টাকায় বেশি এমবি, ৯ টাকায় ১ জিবি, ১৮ টাকায় ২ জিবি,১০০ টাকায় ১০ জিবি ইত্যাদি আরও অনেক আকর্ষণীয় গ্রামীণফোন ইন্টারনেট অফার শেয়ার করতে চলেছি।
আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনি গ্রামীনফোনের সকল ইন্টারনেট অফার, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ, গ্রামীণফোন নতুন সিমের অফার, গ্রামীণফোন বন্ধ সিমের অফার, জিপি ইন্টারনেট রিচার্জ অফার, জিপি স্পেশাল অফার, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড, গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড, ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন এই একটি পোষ্টের মাধ্যমে।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২ বা গ্রামীণফোন ইন্টারনেট অফার, এবং গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড জানতে পুরো পোস্টটি পড়ুন। দয়াকরে তাড়াহুড়ো না করে, মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন কেননা আপনি যদি কোন ইন্টারনেট প্যাকেজ এর কোড ঠিকভাবে না দেখে ভুল কোন কোড ডায়াল করেন তাহলে হয়ত আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ঠিকই কেটে নেওয়া হবে কিন্তু আপনি কাঙ্খিত ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন না। হয়তো এমনও হতে পারে আপনি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ এর বদলে কোন মিনিট প্যাকেজ বা এসএমএস এর প্যাকেজ কিনে ফেললেন। সুতরাং পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। যাই হোক, চলুন দেখে নেই গ্রামীণফোন ইন্টারনেট অফার গুলো কি কি?
টেলিযোগাযোগ সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে গ্রামীণফোন। বর্তমানে গ্রামীনফোনের পরিষেবা ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটির বেশি। গ্রামীণফোন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি যাকে আমরা সংক্ষেপে জিপি বলে থাকি। আজকে আমরা জিপি ইন্টারনেট অফার সম্পর্কে জানব, ফোন ইন্টারনেট অফার সিম ও ব্যবহারকারী ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে । যেমন গ্রামীণফোন নতুন সিমের অফার, গ্রামীণফোন বন্ধ সিমের অফার, জিপি ইন্টারনেট রিচার্জ অফার। আমি নিচে এই গ্রামীণফোন ইন্টারনেট অফার সমূহ আলাদা আলাদা ভাবে নি দিয়ে দিয়েছি।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ | গ্রামীণফোন নতুন সিমের অফার
গ্রামীণফোন নতুন সিম অফার-এ আছে প্রথম রিচার্জে 1 জিবি ইন্টারনেট ফ্রী এবং আরো অনেক আকর্ষণীয় অফার। আপনি নতুন গ্রামীণফোন যে কোন প্যাকেজ, যেমনঃ নিশ্চিন্ত, ডিজুস, বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন, ভিলেজ ফোন, ইত্যাদি ফোনে নিম্নোক্ত গ্রামীণফোন নতুন সিমের অফার উপভোগ করতে পারবেন। আমি এখানে শুধুমাত্র গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ তুলে ধরেছিঃ
গ্রামীণফোন নতুন সংযোগে প্রথম ৩৪ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট ফ্রি, মেয়াদ ৭ দিন।
১৭ টাকা রিচার্জে (১ জিবি + ১জিবি ফ্রি) = ২ জিবি ইন্টারনেট। (আপনি এই প্যাকেজটি ৯ বার কিনতে পারবেন)
পরবর্তী ৬৭ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ | গ্রামীণফোন বন্ধ সিমের অফার
গ্রমীনফোন বন্ধ সিমের অফার জানার সবচেয়ে ভাল উপায় হল আপনার ফোন থেকে জিপি অফার কোড-এ ডায়েল করে জানা। বন্ধ সীমে গ্রামীনফোন ইন্টারনেট প্যাকেজ জানার জন্য *121*5300# নম্বরে ডায়াল করুন। আপনি আপনার সীমের জন্য সকল অফার জানতে পারবেন। এছাড়া গ্রামীনফোন বন্ধ সীমের ইন্টারনেট প্যাকেজ গুলো হলঃ
জিপি ইন্টারনেট রিচার্জ অফার ২০২২ নতুন সিমে ১৭ টাকা রিচার্জে ১ জিবি মেয়াদ ৭ দিন এবং এই অফারটি প্রতিমাসে একবার উপভোগ করতে পারবেন। আপনি যদি নতুন সিমে MyGp অ্যাপে নতুন সংযোগে ১৭ টাকা রিচার্জ করেন তাহলে পাবেন (১ জিবি + ১ জিবি বোনাস) = ২ জিবি। এছাড়াও আরও জিপি ইন্টারনেট রিচার্জ অফার রয়েছে। সেগুলো হলঃ
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ | ৩ দিন মেয়াদী জিপি ইন্টারনেট রিচার্জ অফার
৩৮ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট মেয়াদ ৩ দিন।
৫৭ টাকা রিচার্জে ২.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৩ দিন।
৬৩ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট মেয়াদ ৩ দিন।
৬৯ টাকা রিচার্জে ৩.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৩ দিন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ | ৭ দিন মেয়াদী জিপি ইন্টারনেট রিচার্জ অফার
৯৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন।
১১৪ টাকা রিচার্জে ৫ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন।
১২৮ টাকা রিচার্জে ৮ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন।
১৪৮ টাকা রিচার্জে ১০ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ | ৩০ দিন মেয়াদী জিপি ইন্টানেট অফার
গ্রামীনফোন ইন্টানেট প্যাকেজ, গ্রামীনফোনের প্যাকেজ ও ব্যবহারকারী ভেদে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ অফার পাওয়া যায়। যেমনঃ ৫ টাকায় ১ জিবি, ৯ টাকায় ১ জিবি, ১৮ টাকায় ২ জিবি, ইত্যাদি। আপনার জন্য কম টাকায় বেশি এমবি গ্রামীনফোন ইন্টানেট প্যাকেজ আপনি যদি MyGp ব্যবহার করেন তাহলে জানতে পারবেন। আপনি যদি স্মার্টফোন ব্যবহার কারী হন, তাহলে MyGp ডাউনলোড করে লগইন করে দেখতে পারেন। আর আপনি যদি বাটনফোন ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য গ্রামীনফোন ইন্টারনেট প্যাকেজ জানতে *121*5300# ডায়াল করুন। এছাড়াও আরও গ্রামীনফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ হলঃ
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২| কম টাকায় বেশি এমবি gp
গ্রামীণফোনের কম টাকায় বেশি এমবি, গ্রামীণফোন গ্রাহক ভেদে বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার দিয়ে থাকে। গ্রামীণফোনের কম টাকায় বেশি এমবি gp নিচে দেখুন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২ | 5 টাকায় ১ জিবি
সকল গ্রামীনফোন ব্যবহারকারীরা চাইলেই ৫ টাকায় ১ জিবি অফারটি উপভোগ করতে পারবেন না। ৫ টাকায় ১ জিবি অফারে কিছু শর্ত আছে। গ্রামীণফোনের যেসকল গ্রাহকরা 150kb এর নিচে ইন্টানেট ব্যবহার করেছেন, শুধুমত্র সেই সকল ব্যবহারকারীরা এই অপারটি উপভোগ করতে পারবেন। ৫ টাকায় ১ জিবি অফার কোড *500*45# মেয়াদ ৭ দিন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২| ৯ টাকায় ১ জিবি
৯ টাকায় ১ জিবি অফারটিও সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। ৫ টাকায় ১ জিবি অফারের মত ৯ টাকায় ১ জিবি অফারেরও কিছু শর্ত আছে। যেসকল গ্রাহকরা বিগত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ ১৫০ কেবি ইন্টারনেট ব্যবহার করেছেন। কেবলমাত্র সেই সকল গ্রাহকরাই এই অফারটি উপভোগ করতে পারবেন। ৯ টাকায় ২ জিবি জিপি ইন্টানেট অফারটির মেয়াদ তুলনামূলক বেশি। ৯ টাকায় ১ জিপি অফারটির মেয়াদ ৩০ দিন। অফার কোড *500*91#।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২| ১৭ টাকায় ১ জিবি/২জিবি
১৭ টাকায় ১ জিবি ইন্টারনেট, MyGp অ্যাপে ১৭ টাকায় (১ জিবি + ১ জিবি বোনাস) = ২ জিবি ইন্টারনেট। মেয়াদ ৩০ দিন। ১৭ টাকা ১ জিবি বা ১৭ টাকায় ২ জিবি ইন্টানেট প্যাকেজটি মূলত নতুন সংযোগের জন্য । আপনি যদি গ্রামীণফোনের নতুন সংযোগ নিয়ে থাকেন এই গ্রামীণফোন ইন্টানেট প্যাকেজটি উপভোগ করতে পারবেন। আপনি মাসে ১ বার এবং সর্বোচ্চ ৯ বার এই ইন্টারনেট অফারটি উপভোগ করতে পারবেন। ১৭ টাকায় ২ জিবি জিপি ইন্টারনেট অফার ব্যালেন্স কোড *121*111# অপারটি ক্রয় করতে ডায়াল করুন ১৭ টাকায় ২ জিবি ডায়াল কোড *5020*2211#।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ | ১৮ টাকায় ২ জিবি জিপি
১৮ টাকায় ২ জিবি জিপি ইন্টারনেট অফারটি সবার জন্য নয়। যে সকল গ্রাহক এই অফারটি পাবেন, তাদের নম্বনে একটি জিপি অফার মেসেজ পাঠানো হয়। আপনি যদি ১৮ টাকায় ২জিবি জিপি অফারের কোন মেসেজ পেয়ে থাকেন তাহলে এই গ্রামীণফোন ইন্টানেট প্যাকেটি ক্রয় করতে পারবেন। ১৮ টাকায় ২ জিবি জিপি অফার কোড *121*5339# মেয়াদ ৭ দিন।
১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন ইন্টারনেট পাকেজটির মেয়াদ ৩০ দিন। তবে গ্রামীণফোনের সকল গ্রাহকরাই এই অফারের জন্য প্রযোজ্য নয়। যারা ১০০ টাকায় ১০ জিবি গ্রামীনফোন ইন্টারনেট প্যাকেজের জন্য প্রযোজ্য তাদের জিপি অফার মেসেজের মাধ্যমে জানানো হয়। আপনি যদি ১০০ টাকায় ১০ জিবি গ্রামীনফোন ইন্টানেট প্যাকেজের মেসেজ পেয়ে থাকেন তাহলে এই অফারটি উপভোগ করতে পারবেন। ১০০ টাকায় ১০ জিবি গ্রামীনফোন অফার কোড *121*5339#।
গ্রামীন মাসিক ইন্টানেট প্যাকেজ ২০২২, নিচে গ্রামীন মাসিক ইন্টানেট প্যাকেজ সমূহ দেখুন। যে কোন গ্রাহক নিচের এই গ্রামীন মাসিক ইন্টানেট প্যাকেজ সমূহ উপভোগ করতে পারবেন।
১৯৭ টাকা রিচার্জে ২ জিবি (1.5 জিবি + .5জিবি 4G) মেয়াদ ৩০ দিন
১৯৯ টাকা রিচার্জে ৫ জিবি মেয়াদ ৩০ দিন
৩৯৯ টাকা রিচার্জে ১০ জিবি (৮ জিবি + ২ জিবি 4G) মেয়াদ ৩০ দিন
৪৯৮ টাকা রিচার্জে ১৫ জিবি ৩০ জিবি মেয়াদ ৩০ দিন
৬৪৯ টাকা রিচার্জে ২৫ জিবি (২০ জিবি + ৫ জিবি 4G) মেয়াদ ৩০ দিন
অনেক গ্রামীণফোন গ্রাহক ভেদে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের ইনটারনেট অফার দেন। জিপি এমবি কেনার নিয়ম, আপনার জন্য কোন কম টাকায় বেশি এমবি প্যাকেজ বা আপনার জন্য কি কি ইন্টারনেট প্যাকেজ আছে সেটা দেখে নেওয়া। তাহলে আপনি সাশ্রয়ী দামে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। গ্রামীণফোন ইন্টানেট প্যাকেজ দেখার কোড *121*3#। এছাড়া আপনি যদি MyGp অ্যাপ ব্যবহার করেন তাহলে আলাপ অ্যাপে সাম্প্রতিক বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে জানতে পারবেন।
আপনি যদি MyGp অ্যাপ ব্যবহার করেন তাহলে অ্যাপে আপনার ইন্টারনেট ব্যালেন্স চেক সহ আপনার মোবাইলের মূল ব্যালেন্স ও সিমের বিভিন্ন তথ্য দেখতে পারবেন। এছাড়া বাটন মোবাইলে গ্রামীণফোন ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *121*1*4#।
পরিশেষ,
আশাকরি, গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ সমূহ ২০২২ পোস্টটির মাধ্যমে আপনার উপকার করতে পেরেছি। গ্রামীণফোনের লেটেস্ট বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ জানার জন্য সবচেয়ে ভাল হয় আপনি যদি MyGp অ্যাপ ব্যবহার করেন বা গ্রামীণফোনের প্রোমোশনাল মেসেজ চালু করে রাখেন।