বাংলাদেশের সরকারী ছুটি হল বাংলাদেশ সরকারের আদেশে বা বাংলাদেশ সরকারের নির্ধারিত যে বিশেষ দিন গুলোতে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকে। মন্ত্রী সভা বৈঠকের মাধ্যম্যে প্রতি বছরের শেষের দিকে পরবর্তী বছরের সরকারী ছুটির দিন গুলো নির্ধারণ করা হয়। কোন মাসে, কোন দিনে, কত তারিখে কি উপলক্ষ্যে ছুটি পালন করা হবে তার যে তালিকা প্রকাশ করা হয় সেটাই মূলত সরকারী ছুটির তালিকা।
বাংলাদেশের সরকারী ছুটির তালিকা ২০২২ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। যাইহোক চলুন দেখে নিই বাংলাদেশের ২০২২ সালের সরকারী ছুটির তালিকা।
পোস্ট সূচীপত্রঃ
সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২২
বাংলাদেশের সরকারী ক্যালেন্ডার ২০২২ ও ছুটির তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সরকারী ক্যালেন্ডার ও ছুটির তালিকা ২০২২ অনুযায়ী এবার মোট ছুটি থাকবে ২২ দিন (সাপ্তাহিক ছুটি সহ), যার মধ্যে ১৪ সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রওশনিবার রয়েছে ৬ দিন।
বাংলাদেশের সরকারী ছুটির তালিকা ২০২২
সরকারি ছুটির তালিকা ২০২২ এ থাকবে ১৪ দিন সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ৮ দিন, ঐছিক ছুটি মুসলিম পর্ব ৫ দিন, হিন্দু পর্ব ৮ দিন, খ্রিষ্টান পর্ব ৮ দিন, বৌদ্ধ পর্ব ৫ দিন। ২০২২ সরকারী ছুটির মধ্যে রমজানের ঈদে ছুটি ৩ দিন এবং কোরবানির ঈদে ৩ দিন।
রমজানের ঈদে সরকারী ছুটির তালিকা ২০২২
২০২২ সালের সরকারী ছুটির তালিকা অনুযারী ঈদ-ঊল-ফিতর ২০২২-এ সরকারের নির্ধারিত ছুটি মে মাসের ২ থেকে ৪ পর্যন্ত মোট ৩ দিন। অর্থাৎ ১লা মে, মে দিবস এর ছুটি থাকায় টানা ৪ দিন ছুটি পাওয়া যাবে।
২০২২ সালে কোরবানির ঈদের ছুটির তালিকা
ঈদ-ঊল-আযাহা সরকারি ছুটি ২০২২ ২০শে জুলাই থেকে ২২শে জুলাই পর্যন্ত। তবে সরকারী ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী জুলাই মাসের ২২ তারিখ হচ্ছে বৃহষ্পতিবার। শুক্র ও শনি বার সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে ২০২২ সালের ঈদ-ঊল আযাহা ছুটি কাটানো যাবে মোট ৫ দিন।
২০২২ সালের সরকারী ছুটির তালিকা | সাধারণ ছুটি
সরকারি ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী এবং বাংলাদেশ সরকারের মন্ত্র সভা বৈঠকে বাংলাদেশ সরকারী ছুটির তালিকা ২০২২ -এ নির্ধারিত সাধারণ ছুটি ১৪ দিন। যার মধ্যে সাপ্তাহিক ছুটির সংখ্যা ৩ দিন। ২০২২ সালের সাধারণ ছুটির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৯ এপ্রিল জুমাতুল বিদা, ১ মে মে দিবস, ৩ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১০ জুলাই ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
নির্বাহী আদেশে ছুটির তালিকা ২০২২ | সরকারী ক্যালেন্ডার
সরকারী ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী এ বছর নির্বাহী আদেশে সরকারী ছুটি সর্বমোট ৮ দিন। যার মধ্যে সাপ্তাহিক ছুটির সংখ্যা ৩ দিন। নির্বাহী আদেশে সরকারী ছুটির তালিকার মধ্যে থাকছে, শব-ই-বরাত,বাংলা নববর্ষ, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এর আগে ও পরে ২ দিন, ঈদ-উল- আযাহা এর আগে ও পরে ২ দিন এবং আশুরার সরকারী ছুটি ১ দিন।
সরকারী ছুটির তালিকা ২০২২ ঐছিক ছুটি (ইসলাম পর্ব)
২০২২ সালের সরকারী ছুটির তালিকা অনুযারী ঐছিক ছুটি ইসলাম পর্বে থাকছে শবে মেরাজ, ঈদ-উল-ফিতর এর তৃতীয় দিন, ঈদ-উল-আযাহার তৃতীয় দিন, আখেরী চাহার সোম্বা, ফতেহা-ই- ইয়াজদাহম। সর্ব
মোট ৫ দির সরকারী ঐছিক ছুটি ২০২২ এ।
২০২২ সালের সরকারী ছুটির তালিকায় ঐছিক ছুটি (হিন্দু পর্ব)
সরকারী ছুটির তালিকা ২০২২ অনুযায়ী ঐছিক ছুটি হিন্দু পর্ব-এ থাকছে সর্ব মোট ৮ টি ছুটি। সরস্বতী পূজা, শিবরাত্রি ব্রত,দোল যাত্রা, হরিচাঁদ ঠাকুরের আর্বিভাব, মহালয়া, দূর্গা পূজা, লক্ষী পূজা, শ্যামাপূজা।
sorkari sutir talika 2022 অনুযারী ঐছিক ছুটি খ্রিষ্টান পর্বে সরকারী ছুটি ৪ দিন সাপ্তাহিক ছুটি সহ ৮ দিন। ইংরেজি নববর্ষ, ভস্ম বুধবার,পুন্য বৃহষ্পতিবার, পুন্য শুক্রবার, পুন্য শনিবার, স্টার সানডে, বড়দিন, বড়দিনের আগের দিন ও পরের দিন।
ঐছিক ছুটি (বৌদ্ধ পর্ব)
সরকারী ছুটির ক্যালেন্ডার ২০২২ অনুযায়ী ঐছিক ছুটি বৌদ্ধ পর্বে ১ দিন সাপ্তাহিক মোট ৫ দিন। সেগুলো হলঃ মাঘী পূর্ণিমা, চৈত্র সংক্রান্তি, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা/ভাদ্র পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা/আশ্বিনি পূর্ণিমা।
পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃ-গোষ্টির অন্তর্ভুক্ত ঐছিক ছুটি
বাংলাদেশের সরকারী ছুটির তালিকায় পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃ-গোষ্টির অন্তর্ভুক্ত ছুটির সংখ্যা ২ দিন।